Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

2018-19 অর্থ বছরে 6355 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।  6425 হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। 351 হেক্টর জমিতে আউশ আবাদ করা হয়েছে। 

620 হেক্টর বিভিন্ন সবজি আবাদ করা হয়েছে। যার মধ্যে 300 হেক্টর কচু আবাদ করা হয়েছে। আমরা আমাদের খাদ্যের চাহিদা মিটাতে সক্ষম।

বিভিন্ন প্রযুক্তির আওতায় 200 বেশি প্রদর্শনী স্থাপন করা হয়েছে।

বিভিন্ন প্রকল্পের আওতায় 2000 বেশি কৃষক/কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

যান্ত্রিক খামার এর আওতায় 9টি রাইস ট্রান্সপ্লান্টার, 2টি কম্বাইন হারভেস্টার, 15টি পাওয়ার থ্রেসার ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

কৃষকদের দক্ষতা উন্নয়নের জন্য ‍উদ্ভোদ্ধকরণ ভ্রমণ, মাঠ  দিবসের আয়োজন করা হয়েছে।