Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Light Trap Block of kuliarchar upazilla
Details

গত ১২/০৯/২০২১ তারিখ রোজ রবিবার সন্ধায় কুলিয়ারচর উপজেলা কৃষি অফিসের আওতায় রামদী ব্লকে চলমান রোপা আমন ধানের ক্ষতিকারক পোকা মাকড়ের উপস্থিতি সনাক্তকরণের জন্য রামদী ও ছয়সূতী ব্লকে আলোর ফাঁদ স্থাপন করা হয়। রামদী ব্লকে রামদী ফিড মিল মোড়ে উপসহকারী জনাব মো: শাহ আলম স্থানীয় কৃষকদের উদ্ভোদ্ধকরণের মাধ্যমে আলোর ফাঁদ স্থাপন করেন। উপজেলা কৃষি অফিসার জনাব মো: আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার জনাব মুশফিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শরিয়ত উল্লাহ আলোর ফাঁদ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

একই সময়ে ছয়সূতী ব্লকে আলোর ফাঁদ স্থাপন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আলী আকবর সেলিম। উপজেলা কৃষি কর্মকর্তা আলোর ফাঁদ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। সে সাথে ধানের জমিতে আরো বেশি বেশি আলোর ফাঁদ স্থাপনের জন্য স্থানীয় কৃষকদের পরামর্শ দেন।

Images
Attachments
Publish Date
13/09/2021
Archieve Date
05/09/2022