“কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানটি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর ব্লকে খরিপ-১ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত আউশ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট, ২০২২ খ্রিঃ) সকাল-১১:০০ ঘটিকায় রামদী ইউনিয়নের আগরপুর ব্লকের বাগপাড়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুস সাত্তার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আগরপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব রতন কুমার দেবনাথ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, সকল উপসহকারী কৃষি অফিসারগণ ও কৃষক-কৃষাণীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS