Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী এর উৎপাদন লক্ষ্যে প্রণোদনা বিতরণ
বিস্তারিত

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা ২৫ শ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে । মঙ্গলবার (৭ নভেম্বর,২০২৩ খ্রিঃ) সকাল সাড়ে এগারোটায় উপজেলা কৃষি কমপ্লেক্সে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কার্যক্রম শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খান লেনিন, সহকারী কৃষি কর্মকর্তা অজয় দত্ত, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জসীম উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও উপজেলার প্রণোদনা প্রাপ্তি কৃষকগণ। অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় ২৫ শ ৮০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এরই মধ্যে প্রত্যেককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩ শ ৪০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ২০ কেজি করে ৪ শ জনকে গমের বীজ, ২ কেজি করে ৩ শ ৮০ জনকে ভূট্টা বীজ, ১ কেজি করে ৩০ জনকে সূর্যমুখী বীজ, ১০ কেজি করে ৪৫ জনকে চিনাবাদাম, ১ কেজি করে ৫০ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ৫ কেজি করে ৬৫ জনকে মুগ বীজ, ৫ কেজি করে ৪০ জনকে মসুর বীজ, ৮ কেজি করে ২শ ৩০ জনকে খেসারি বীজ দেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করণ, দানা ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের আর্থিক অবস্থার উন্নতি সাধন, আমদানি নির্ভরতা কমিয়ে ডলার সংকট নিরসনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য সামনে রেখে সরকার প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
08/11/2023
আর্কাইভ তারিখ
30/11/2024