শিরোনাম
কুলিয়ারচরে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ পেলো দুই হাজার আটশ প্রান্তিক কৃষক
বিস্তারিত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮ শ কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।
বুধবার (২০ নভেম্বর ) সকাল ১১ টায় উপজেলা কৃষি কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রায়হান ভুইঁয়াসহ বীজ প্রাপ্তি কৃষক-কৃষাণীগণ।